নখের মেহেদী কালো করার উপায়
নখের মেহেদী কালো করার উপায় হিসাবে প্রচলিত অনেকগুলো কৌশল থাকলেও আজকে আমি কার্যকারী দু’টি উপায় নিয়ে আলোচনা করবো। যদিও নখ কালো করার উপায় অনেকগুলো রয়েছে, তারপরও মেহেদী পাতা দিয়ে নখ কালো করার সহজ উপায় বোধহয় সবার নিকট পরিচিত এবং জনপ্রিয়। যাইহোক, নখের মেহেদী ডিজাইন সহ এই আর্টিকেলে আমি নখে মেহেদী দিয়ে কিভাবে কালো রং পাবেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো দূরভাষে। তাই সাথেই থাকুন।