রবি ৫ টাকা ৫০০ এসএমএস:
রবি তে বর্তমানে ৫ টাকায় ৫০০ এসএমএস কেনার একটি অফার রয়েছে। আপনি চাইলে উক্ত অফারটি খুব সহজে নিতে পারেন। দুটি উপায় আপনি অফারটি কিনতে পারবেন। আর একটি হলো ডায়াল কোড ব্যবহার করে কিনতে পারবেন। আবার যদি আপনি রবির অ্যাপস ব্যবহার করে থাকেন তাহলে অ্যাপস ব্যবহার করেও কিন্তু পারবেন। এই অফারটির মেয়াদ রাখা হয়েছে ৩০ দিন। আপনি আপনি যদি অফারটি ডায়াল কোড এর মাধ্যমে কিনতে চান তাহলে প্রথমে আপনি মোবাইলের ডায়াল কোড অপশনে গিয়ে টাইপ করুন*১২৩*২*৭*১# এই কোডটি ডায়াল করলে আপনার মোবাইল ফোনে অফারটি চালু হয়ে যাবে। তবে হ্যাঁ করতে ডায়াল করার পূর্বে আপনার মোবাইল ফোনে সর্বনিম্ন ৫ টাকা ব্যালেন্স থাকতে হবে।
এবার আপনি যদি অফারটি রবি অ্যাপস ব্যবহার করে কিনতে চান তাহলে প্রথমে আপনার মোবাইল ফোন হতে রবি অ্যাপস টি ওপেন করুন। তারপর অফারটি সিলেক্ট করুন। এবার এস এম এস ট্যাব এ যান। তারপর একটু নিচের দিকে দেখতে পাবেন রবি ৫ টাকায় ৫০০ এসএমএস এর অফারটি।
রবি এসএমএস চেক করার নিয়ম:
রবিতে আপনি ৫ টাকায় ৫০০ এসএমএস কিনতে ডায়াল করুন*১২৩*২*৭*১# এবং ব্যালেন্স রাখুন সর্বনিম্ন ৫ টাকার উপরে। আপনি এসএমএস প্যাক কেনার পর যদি ব্যবহার করতে থাকেন তাহলে আপনি বুঝবেন কিভাবে আপনার আর কতগুলো এসএমএস পর্যাপ্ত রইল। বাকি এসএমএস গুলো দেখার জন্য আপনাকে ডায়াল করতে হবে*২২২*১২# তাহলে ফিরতি একটি এসএমএসে আপনাকে আপনার অবশিষ্ট এসএমএস সংখ্যা দেখিয়ে দেওয়া হবে।
রবি ১০ টাকার ৪০ মিনিট অফার:
রবিতে ১০ টাকায় ৪০ মিনিট তাও আবার ২৪ ঘন্টা মেয়াদ। একটু বেশি হয়ে যায় না হ্যাঁ তবে রবিতে ১০ টাকা ৪০ মিনিট ২৪ ঘন্টা মেয়াদে দেওয়া হচ্ছে। ১০ টাকা ৪০ মিনিট প্যাকটিক কিনতে ডায়াল করুন*৮৬৬*০২# তাহলে আপনার অফারটি চালু হয়ে যাবে।
রবি ৫ টাকা ৫০০ এসএমএস আমাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা রবি সিম ব্যবহার করে থাকে। আর বর্তমান বাংলাদেশের মধ্যে সিম অপারেটরের মধ্যে আশা করি দ্বিতীয়তম অবস্থান করে আছেন রবি সিম। আপনি যদি এই রবি সিমের গ্রাহক হয়ে থাকেন অবশ্যই আপনার এসএমএস কেনার প্রয়োজন পরে।
কেননা সিম দিয়ে যোগাযোগ করার অর্থাৎ সিম দিয়ে যদি আমরা কারো সাথে যোগাযোগ করতে চাই অবশ্যই কয়েকটি পদ্ধতি করা যায় যেমন- টাকা কিংবা মিনিট ব্যবহার করে কল দেওয়ার মাধ্যমে, ইন্টারনেট ব্যবহার করে ইমো কিংবা হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে, এবং সর্বশেষ আমাদের যদি টাকা না থাকে মিনিট কিংবা মেগাবাইট সেট হয়ে যায় আমাদের সিম থেকে তাহলে অন্য আরেকটি পদ্ধতি হচ্ছে যার মাধ্যমে আমরা অন্য জনের সাথে কথা বলতে পারব সেটা হচ্ছে এসএমএসের মাধ্যমে।
রবি বিভিন্ন এসএমএস প্যাকেজ লিস্ট/ রবি ৫ টাকায় ৫০০ এসএমএস:
রবি সিমের মধ্যে ১৫ টাকায়২৫০ এসএমএস দিনের জন্য আপনি যদি পেতে চান তাহলে আপনার রবি সিমে ১৫ টাকা রিচার্জ করার পর ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *১২১*৬*৫*২# কোটি ডায়াল করলে আপনি এই প্যাকেজটি ক্রয় করতে পারবেন।
রবি সিমের মধ্যে ১২ টাকায়৫০০ এসএমএসের মাত্র একদিনের জন্য আপনি যদি পেতে চান তাহলে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন*১২১*৬*৫*২# এই কোডটি ডায়াল করলে আপনি খুব সহজেই প্যাকেজটি ক্রয় করতে পারবেন।
রবি সিমের মধ্যে আপনি যদি ২ টাকায় ১০ এসএমএস পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের ডায়াল ঢুকে ডায়াল করতে হবে*১২১*৬*৫*৩# আপনার রবি সিমে যদি ২ টাকা ব্যালেন্স এভেলেবেল থাকে তাহলে খুব সহজেই উপরে উল্লেখিত কোডটি ডায়াল করার মাধ্যমে করতে পারবে ।
আপনি যদি রবি সিমে ৫ টাকায় ১০০ এসএমএস পেতে চান ৭২ ঘণ্টার জন্য অবশ্যই আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে*১২১*৬*৫*৫# সেই কোডটি ডায়াল করার সাথে সাথেই আপনি প্যাকেজটি ক্রয় করতে পারবেন।
আপনি যদি আপনার রবি সিমে ১০ টাকায় ২০০ এসএমএস ক্রয় করতে চান 72 ঘন্টার জন্য অবশ্যই আপনার ফটো দিয়ে ডায়াল করতে হবে*১২১*৬*৫*৫# আপনার রবি সিমে 10 টাকা ব্যালেন্স অ্যাভেলেবল থাকলেই আপনি এই প্যাকেজটি ক্রয় করতে পারবেন।
আজকের আর্টিকেল থেকে হয়তো আপনি একটু হলে উপকৃত হয়েছেন। তো আজকের লেখা রবি ৫ টাকায় ৫০০ এসএমএসের এয়ারটেল টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এ বিষয়ে আরো অনেক কিছু জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে।
আমি ইকরামুল হক। শুধু মাত্র নিজের প্যাশনেট থেকে ব্লগিং করছি। চেষ্টা করি প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায়, প্রতিনিয়ত আমার লিখনী প্রকাশ করছি Socialalo তে।