বউয়ের সুন্দর ও আদরের ডাক নাম

বউয়ের সুন্দর ডাক নাম

সদ্য বিবাহিত পুরুষদের মনে প্রাথমিক কয়েকটি প্রশ্ন জাগরণের মধ্যে অন্যতম একটি হলো কি নামে স্ত্রীকে ডাকা যায়। সে ক্ষেত্রে অবশ্যই বউয়ের সুন্দর ডাক নাম বা আদরের নাম প্রয়োজন। যে কোনো নামে তো আর ডাকা যায় না, তাই না? তাহলে অবশ্যই আপনাকে বউয়ের বর্তমান নামের উপর ডিপেন্ড করে একটি সুন্দর ও সাবলীল নাম রাখতে হবে। যেটা আপনি আদর করেও ডাকতে পারবেন।

যেহেতু নামটি শুধুমাত্র ডাক নাম হিসেবেই রাখবেন, সেহেতু নামটি সংক্ষিপ্ত তথা ছোট হলেই ভালো হয়। তাহলে এখন প্রশ্ন হলো কিভাবে আপনি বউয়ের সুন্দর ডাক নাম সিলেক্ট করবেন? সত্যিকার অর্থে আপনি অনেকভাবেই নাম রাখতে পারেন আপনার স্ত্রীর জন্য ডাক নাম হিসেবে। কিন্তু এই ক্ষেত্রে জাস্ট কয়েকটি বিষয় লক্ষ্য রাখবেন। কি জিনিস?

  • ডাক নামটির অর্থ এবং
  • ধর্মীয় দিক

ধরে নিন আপনি আজকে অতি আবেগিত হয়ে কিংবা আনন্দের সহিত একটি একটি ডাক নাম সিলেক্ট করলেন এবং প্রতিনিয়ত তা আপনার স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করলেন। কিন্তু নামের অর্থটি মোটেও ইতিবাচক নয়। অর্থাৎ নামটি একটি খারাপ অর্থ বহন করছে। কিন্তু পরোক্ষণে যখন আপনার সন্তান বড় হবে এবং শুনবে আপনি একটি খারাপ নামে আপনার স্ত্রীকে ডাকছেন, তখন এর প্রভাব আপনার সন্তানের উপরও পড়বে। যেহেতু সন্তানের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো তার পরিবার, তাই এই দিকটি বিবেচনায় রেখে আপনার স্ত্রীকে একটি সুন্দর ডাক নামে আদর করে ডাকুন।

এরপর অবশ্যই আপনার স্ত্রীর আদরের ডাক নামটি আপনার ধর্মীয় দিক থেকে ঠিক আছে কি-না তা একবার যাচাই করে নিন। অন্যথায় পার্থিব এবং পরের জীবনেও আপনার উপর একটি নেতিবাচক প্রভাব পড়বে। তাই সামগ্রিক দিক থেকে আপনাকে একটি সুন্দর ও সাবলীল ডাক নাম সিলেক্ট করে তা ব্যবহার করতে হবে।

যাইহোক, আলোচনা বিলম্বিত না করে চলুন উপরের বিষয়বস্তু লক্ষ্য রেখে বউয়ের জন্য কয়েকটি সুন্দর ডাক নাম সম্পর্কে জানা যাক।

বউয়ের ৫টি সুন্দর ডাক নাম

আলোচনার সুবিধার্থে নিম্নে আমি ৮ টি ডাক নাম তুলে ধরেছি। যেগুলো আপনি কোনো রকম দ্ধিধা ছাড়াই আপনার বউয়ের ডাক নাম হিসেবে আদর করে ডাকতে পারেন। নামগুলো হলো-

বউয়ের সুন্দর ডাক নাম
মিঃ লেডিনামটি মূলত ইউরোপীয়। কিন্তু এটা বাংলাদেশেও ব্যবহার হয়।
হীরাএটা দেশীয় একটি নাম। আদর করে অনেকে স্ত্রীকে ডেকে থাকে।
করুবএটা অনেকে বলে থাকে আরবীয় নাম। তবে এর অর্থ ভালো।
স্বপ্ন কন্যাঅনেকে আদর করে স্বপ্ন কণ্যা বলে ডেকে থাকে।
শেষ সম্বলদুষ্টামির ছলে অনেকে এটা বলে স্ত্রীকে আদর করে ডাকে।
মেরি জানহিন্দি একটি নাম। যা মূলত ভারতে বেশি ব্যবহার হয়ে থাকে।
মেহবুবাএটা বাংলাদেশ সহ অনেক আরব দেশে ব্যবহার হয়ে থাকে।

বউয়ের আদরের ডাক নাম

বউয়ের আদরের ডাক নাম

বউয়ের সুন্দর নামের পাশাপাশিও অনেকে আদর করে আরো বেশ কিছু নামে ডেকে থাকে। এটাকে অনেকে বউয়েরর আদরের ডাক নামেও অভিহিত করে থাকে। যাইহোক, নামে নেতিবাচক অর্থ নেই কিন্তু দেশে অনেক প্রচলিত স্ত্রীদের এমন কিছু জনপ্রিয় ডাক নাম হলো-

  • ময়না পাখিটা
  • কলিজা
  • অক্সিজেন
  • আমার কেডনী
  • আমার দুষ্টী জেরী
  • সোনা বউ
  • লতা
  • তিলোত্তমা
  • সুন্দরী
  • আহ্লাদী
  • ময়ুর
  • টিয়া পাখি
  • টুনটুনি

উপরোক্ত নামগুলো দ্বারাও আপনারা আপনাদের স্ত্রীকে ডাক তে পারেন আদর করে। উপরে দেওয়া নামগুলোর মধ্যে যদি একটি নামও আপনি পছন্দ না করে থাকেন, তাহলে পোস্টে কমেন্ট করুন, দ্রুত আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং নতুন আরো কিছু সুন্দর নাম সাজেস্ট করবো, যা আপনারা আপনাদের স্ত্রীদেরকে আদর করে ডাকতে পারেন।

Leave a Comment