ঢাকা পান্থপথ আবাসিক হোটেল কোনটা ভালো আর কোনটা তুলনামূলক একটু রিস্কি, এটার আপাদ দৃষ্টিতে বোঝা বেশ কষ্টসাধ্য। এমনিতে আপনি পান্থপথ গেলে অনেক আবাসিক হোটেল দেখতে পারবেন। কিন্তু এগুলোর মধ্যে কোনটি আপনার জন্য বেস্ট হবে, সেটা বোঝতে হলে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে।
বাংলাদেশের রাজধানী ঢাকার কাওরান বাজার এলাকার পূর্ব-পশ্চিমে অবস্থিত পান্থপথ খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এখানে নানা ধরনের ব্যবসায়ী কাজ-কর্মের জন্য দেশের বিভিন্ন প্রান্ত হতে লোকজন আসে। আর প্রয়োজনের তাগিদে অনেককে পান্থপথ ১ বা ২দিন থাকতেও হয়। আর এখানেই শুরু হয় সমস্যা। আসেল এটা সমস্যা বলা ঠিক হবে না। যেহেতু আমরা সেখানে নতুন, তাই রাত্রি যাপন কিংবা থাকার জন্য ভালো একটি আবাসিক হোটেল পাওয়া খুব দুঃসাধ্য একটি ব্যাপার।
এখানে একটি বিষয় নোটিশ করা দরকার যে, ঢাকা পান্থপথ বা যেকোনো অঞ্চলেই হোটেল ভাড়া করতে বেশ কিছু বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বণ করতে হবে। অন্যথায় আপনাকে বহুমুখী বিপদের সম্মুখীন হতে হবে। কি সেই বিষয়গুলো? সেগুলো জানার পূর্বে চলুন ঢাকার পান্থপথে থাকা কিছু কোয়ালিটিফুল ও সাশ্রয়ী হোটেলের নাম সহ মোবাইল নাম্বারগুলো জানা যাক।
ঢাকা পান্থপথ আবাসিক হোটেল সমূহ
একটি আবাসিক হোটেল ভাড়া করার পূর্বে যে বিষয়গুলোকে অবশ্যই আমাদের বিবেচনায় নিতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে, সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়েই নিম্নে কয়েকটি আবাসিক হোটেলের নাম তুলে ধরেছি, যেগুলো মূলত পান্থপথের কাছাকাছিতেই রয়েছে। চলুন দেখে নিই কোন আবাসিক হোটেলগুলো ঢাকা পান্থপথের নিকট রয়েছে-
পান্থপথ আবাসিক হোটেল এর নাম | যোগাযোগ |
Hotel Olio International | 01641-895431 |
Hotel Olio Dream Heaven | 01619-116777 |
Hotel Shopno Nibash | 01790-887775 |
Hotel New Capital | 01930-478797 |
Hotel city International Residential | 01894-962922 |
উপরে উল্লেখিত তালিকার মধ্যে থাকা সবগুলো আবাসিক হোটেল পান্থপথে অবস্থিত। আর এগুলো রেটিং ও গুগল ম্যাপের থেকে মূলত নেওয়া। সুতরাং, যদি পাঠকদের মধ্যে কোনো ব্যক্তি ঢাকা পান্থপথ এসে রেস্ট কিংবা রাত্রি যাপনের জন্য আবাসিক হোটেল খুঁজে থাকেন, তাহলে উল্লেখিত হোটেলগুলোতে আপনারা যেতে পারেন।
এখানে একটি বিষয় স্পষ্ট করি, অবশ্যই যেকোনো আবাসিক হোটেলে উঠার পূর্বে নিজ দায়িত্বে সেই হোটেল নিয়ে রিসার্চ করে নিবেন। অন্যথায়, কোনো হয়রানি কিংবা ক্ষতির সম্মুখীন হলে কর্তৃপক্ষ (দূরভাষ) দায়ী নয়। তাই আমি যে নামগুলো দিয়েছি, সেগুলোতেও উঠার পূর্বে নিজ দায়িত্বে রিসার্চ করে নিবেন। এবার চলুন জেনে নিই আবাসিক হোটেল ভাড়া করার পূর্বে কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে।
পান্থপথ আবাসিক হোটেল নির্দেশনা
আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, ঢাকা শহরের প্রান্তে প্রান্তে আবাসিক হোটেল। এবং সেই হোটেলগুলো মানুষগণ নানা ভাবে ধোকা ও হ্যারেজম্যান্টের শিকার হচ্ছে। এমতোবস্থায় আপনি কিভাবে একটি ভালো ও হনেস্ট আবাসিক হোটেল ভাড়া করবেন? অথবা চিনবেন?
এই জন্য প্রথমে আপনাকে পান্থপথের চারপাশে থাকা লোকাল মানুষদের থেকে উল্লেখিত আবাসিক হোটেলগুলো সম্পর্কে জেনে নিবেন। এরপর আবাসিক হোটেলটির কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলে নিবেন। হোটলে প্রবেশ করে প্রথমে সেই হোটলের নিয়ম-নীতি সহ তাদের সম্পর্কে এ টু জে জেনে নিবেন। জানার পর আপনি যে কাজটি করবেন, সেটি হলো হোটের ভাড়া, এক্সট্রা চার্জ, খাবার বিল সহ সব ধরনের খরচ সম্পর্কে জেনে নিবেন। এই জিনিসগুলো যখন আপনি এনশিউর করবেন, তখন মোটামোটি আপনি যেকোনো আবাসিক হোটেলেই সেইফ ফিল করবেন। অন্যথায়, দিন শেষে যখন কাউন্টারে বিল পরিশোধ করতে যাবেন, তখন আপনি নানা রকম জটিলতায় পড়তে পারেন। যে বিধায় আগে থেকেই সব কিছু জেনে নেওয়া ভালো। আশা করি কিভাবে একটি আবাসিক হোটলে সেইফ জুনে থাকবেন, সে বিষয়ে আপনাদের মনে আর কোনো রকম দ্বিধা নেই।
পান্থপথ হোটেল নিয়ে শেষ কথা
ইতিমধ্যে আমরা জেনেছি যে, কিভাবে পান্থপথ সহ যেকোনো আবাসিক হোটেল সঠিক নিয়মে ভাড়া করতে হয়। এবং আরো জেনেছি যে, একটি আবাসিক হোটেল ভাড়া করার পূর্বে কোন কোন বিষয়গুলোকে আমাদের প্রাধান্য দিতেই হবে। তাই, শেষ কথা হিসেবে আমি বলতে পারি যে, পান্থপথ আবাসিক হোটেল ভাড়া করার পূর্বে অবশ্যই উপরোক্ত তথ্যগুলো পুনরায় ভালোভাবে পড়ুন। এবং এটাও বলে রাখি যে, পান্থপথ বা দেশের যেকোনো আবাসিক হোটেল ভাড়া করার ক্ষেত্রে নিজ দায়িত্বে করবেন। এই ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে দূরভাষ কর্তৃপক্ষ কোনো ভাবেই দায়ী নয়। তবে উপরে দেওয়া তথ্যগুলো মেনে চললে আশা করি হোটেল ভাড়া করার ক্ষেত্রে বেশি সমস্যা ফেইস করতে হবে না। আর ঢাকা পান্থপথে যদি আপনার কোনো বন্ধু বা আত্মীয় থাকে, তাহলে সরাসরি তাদের হতে পরামর্শ নিন। এটা হলো সবচেয়ে কম রিস্ক স্টেপ। আশা করি আজকের আর্টিকেলটি দ্বারা আপনারা উপকৃত হতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে, তাহলে নিম্নোক্ত কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।
আমি ইকরামুল হক। শুধু মাত্র নিজের প্যাশনেট থেকে ব্লগিং করছি। চেষ্টা করি প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায়, প্রতিনিয়ত আমার লিখনী প্রকাশ করছি Socialalo তে।