ইমু ডাউনলোড হচ্ছে না কেন? কারণ ও সমাধান দেখে নিন।

ইমু ডাউনলোড হচ্ছে না কেন

দৈনন্দিন জীবনে একজন ইমু ব্যবহারকারীর কাছে কমন একটি প্রশ্ন হলো ইমু ডাউনলোড হচ্ছে না কেন? এই সমস্যাটিতে বর্তমানে অনেকে পতিত হচ্ছে। কিন্তু কিভাবে পরিত্রাণ পাবে, এটা অনেকেরই অজানা। যদিও ইমু ডাউনলোড না হওয়ার অনেক কারণ থাকে। দেখুন, আমরা যেকোনো একটি কারণকে নির্দিষ্ট করে বলতে পারি না যে, এই কারণে ইমু ডাউনলোড হচ্ছে না। তাই আজকের আর্টিকেলে প্রথমে আমরা জানার চেষ্টা করবো যে, আমাদের ডিভাইসে ইমু ডাউনলোড হচ্ছে না কেন, এর থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি এবং কিভাবে সিম্পলি ইমু ডাউনলোড করতে পারি সে সম্পর্কে।

ইমু ডাউনলোড না হওয়ার কারণ

ইমু ডাউনলোড না হওয়ার কারণ

দেখুন, আপনার মোবাইলফোনে ইমু ডাউনলোড না হওয়ার অনেক কারণ থাকতে পারে। আবার মাত্র একটি কারণও থাকতে পারে। তবে কারো ডিভাইস না দেখে এক্সেক্ট সমস্যাটা বলা অনেক কঠিন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ইমু ডাউনলো না হওয়ার সবগুলো কারণই আপনাদেরকে জ্ঞাত করবো। তাহলে দেরী কেন? চলুন জেনে নেই ইমু ডাউনলোড না হওয়ার কারণসমূহ-

  • মোবাইলফোনে ইন্টারনেট সংযোগ না থাকলে বা দুর্বল থাকলে।
  • মোবাইলফোনে পর্যন্ত পরিমাণ স্টোরেজ বা খালি জায়গা না থাকার কারণে।
  • পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট ব্যালেন্স বা ডাটা না থাকার কারণে।
  • গুগুল অ্যাকাউন্ট বা গুগল প্লে স্টোরে কোন জিমেইল লগইন করা না থাকলে।
  • ডাউনলোড সেটিং বন্ধ থাকলে।
  • ম্যানুয়ালি ডাউনলোড করার অপশন চালু থাকলে।
  • মোবাইল ভার্সন সঠিক না হওয়া
  • সফটওয়্যার অটো হাইড অন করার ফলে সহ আরো অনেক কারণ থাকতে পারে।

উপরে আমি মাত্র ৮টি কারণ তুলে ধরেছি, যে কারণে আপনার মোবাইল ফোনে ইমু ডাউনলোড হবে না। এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে, তাহলে কিভাবে আমরা আমরা ইমু ডাউনলোড করতে পারবো? উত্তর খুব সহজ! জাস্ট আমাদেরকে উপরোক্ত সমস্যাগুলো এক এক করে চেক দিতে হবে এবং সেগুলো সমাধাণ করলেই মোবাইলে ইমু ডাউনলোড শুরু হবে।

তাহলে চলুন আর দেরী না করে এবার জেনে নিই উপরোক্ত সমস্যাগুলো কিভাবে আমরা সলিউশন করতে পারি সে সম্পর্কে বিস্তারিত।

ইন্টারনেট সংযোগ

অধিকাংশ ক্ষেত্রে ইমু ডাউনলোড না হওয়ার অন্যতম কারণ হলো ইন্টারনেট সংযোগে ত্রুটি। এই ত্রুটির মধ্যে রয়েছে ইন্টারনেটের দূর্বল সংযোগ কিংবা প্রোপার ইন্টারনেট সংযোগে বাধা। তাই যদি কারো মোবাইল ডিভাইসে ইমু সফটওয়্যার ডাউনলোড না হয়, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে ইন্টারনেট সংযোগের বিষয়টিকে ভালোভাবে চেক দেওয়া এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া।

মোবাইল স্টোরেজ স্পেস

যদি ইন্টারনেট সংযোগ ঠিক থাকে, তাহলে এরপর আপনাকে যে বিষয়টি দেখতে হবে, সেটি হলো মোবাইলের স্টোরেজ স্পেস যথেষ্ট রয়েছে কি-না। প্রত্যেক সফটওয়্যারের একটি নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ স্পেস দরকার। তার রিকয়ারমেন্টের নিচে হলে তখন আর ঐ সফটওয়্যার ডাউনলোড হয় না বা কাজও করে না। তবে যদি আপনার মোবাইলের স্টোরেজ স্পেস কম হয়, তখন আপনাকে একটি নোটিশ দিবে। নোটিশটি কিছুটা এমন যে, ‘আপনার মোবাইলে ১জিবি স্পেসের চেয়ে কম রয়েছে। প্লিজ, কিছু অ্যাপস ডিলিট করে স্পেস বাড়ান‘। তাই আপনি আপনার ডিভাইসের স্টোরেজ সেকশনে গিয়ে একবার চেক করে নিন যে, মোবাইল স্টোরেজ ঠিক আছে কি-না।

অপর্যাপ্ত ডাটা

অনেক সময় আমাদের অজান্তেই মোবাইল ফোনের ডাটা লস হয় বা শেষ হয়ে যায়। এরপর আমরা ইমু ডাউনলোড দিতে গেলে আর হয় না। কিন্তু আমাদের ধারণা থাকে যে, আমাদের মোবাইলে ডাটা আছে। আর এই কারণে আমি সবাইকে বলি, ডাটা চেক দেওয়ার জন্য। তো, যদি আপনার ডিভাইসেও ইমু ডাউনলোড না হয়, তাহলে দয়া করে একবার মোবাইল ডাটা চেক দিন। মোবাইলে ডাটা না থাকলে ডাটা লোড করে পুনরায় চেষ্টা করুন। আশা করি তখন ইমু ডাউনলোড হবে।

‍গুগুল একাউন্ট লগ-ইন না থাকা

উপরোক্ত ভুলগুলোর পর আমরা যে ভুলটি সবচেয়ে বেশি করি, সেটি হলো জিমেইল একাউন্ট বা গুগুল একাউন্টে সাইন-ইন না করা। অর্থাৎ, প্রতিটি মোবাইলের প্লে স্টোর ব্যবহার করতে হলে আমাদেরকে অবশ্যই সেই প্লে স্টোরে জিমেইল সাইন করা থাকতে হয়। অন্যথায় শত চেষ্টা করলেও প্লে স্টোর ব্যবহার করা যায় না। এবং কি আপনি প্লে স্টোর ব্যবহার করতে না পারলে সফটওয়্যারও ডাউনলোড করতে পারবেন না। সুতরাং, যদি আপনার মোবাইলে গুগল একাউন্ট সাইন-ইন করা না থাকে, তাহলে দ্রুত সাইন ইন করে অথবা গুগল একাউন্ট তৈরি করে লগইন করুন।

ডাউনলোড অপশান বন্ধ

সচারাচর এই অপশনটি অন থাকে তবে আমরা অনেকে ভুলে অথবা আমাদের ছোট বাচ্চারা মোবাইলের সেটিংগুলো এলোমেলো করে ফেলে। সেখানে তারা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার অপশনটিও বন্ধ করে ফেলে। আর এই জন্যই মাঝে মাঝে আমরা যখন প্লে স্টোর থেকে ইমু সফটওয়্যার ডাউনলো করতে যাই, তখন ইমু ডাউনলোড হয় না। সুতরাং, আপনি মোবাইল থেকে অ্যাপস ডাউনলোড ও ইনস্টল করার অটো অপশনটি অন করে দিন। এতে করে ইমু ডাউনলোড না হওয়ার কারণ হতে রেহাই পেতে পারেন।

ম্যানুয়াল ডাউনলোড অপশন অন

উপরের সেটিংস এর ন্যায় এটিও একটি কমন মিস্টেক। অর্থাৎ, আমরা ভুলক্রমে প্রায় মোবাইল ফোনে ম্যানুয়াল ডাউনলোডের অপশনটি চালু করে রাখি। আর এই কারণে আমরা যখন প্লে স্টোরে গিয়ে অ্যাপস ডাউনলোড করতে যাই, তখন আর ইমু ডাউনলোড হচ্চে না। তাই অবশ্যই আমাদেরকে সবগুলো অপশান চেক দিতে হবে এবং দেখতে হবে কোন অপশানটি চালু আছে। চালু থাকলে অবশ্যই আমাদেরকে সেই অপশানটিকে বন্ধ করে দিতে হবে। ম্যানুয়াল ডাউনলোড অপশন অন করে পুনরায় আমাদেরকে ইমু ডাউনলোড করতে হবে।

মোবাইল ভার্সন

উপরের সবগুলো অপশন ঠিক থাকার পরও যদি আপনার ফোনে ইমু ডাউনলোড না হয়, তাহলে এর অন্যতম একটি কারণ হলো মোবাইল ভার্সন ইমু ভার্সনের সাথে খাপ না খাওয়া। ধরুন আপনার বর্তমান মোবাইলের ভার্সন হলো ৭ অথবা ৯ কিন্তু বর্তমান ইমু ভার্সন চলছে ১১। এমতোবস্থায় আপনার মোবাইলে ইমু ডাউনলোড না হওয়াই স্বাভাবিক। তাই এমতোবস্থায় আপনার উচিত হবে মোবাইলে অ্যান্ড্রয়েড ভার্সনকে আপডেট করা। এতে করে বর্তমান ইমু সাথে আপনার মোবাইলের অ্যান্ড্রয়ডের ভার্সন খাপ খেয়ে যাবে। আর আপনার মোবাইলেও খুব সহজেই ইমু ডাউনলোড হয়ে যাবে।

আগে থেকে ইমু সফটওয়্যার থাকা

অনেক সময় আমরা একটি ভুল করি, সেটি হলো আমাদের মোবাইলে আগের ভার্সন ইমু সফটওয়্যার থাকা স্বত্ত্বেও আমরা নতুন করে ইমু ডাউনলোড করতে যাই, এবং সেখানে আমরা ব্যর্থ হই। যাইহোক, এই থেকে রেহাই পেতে আমাদেরকে জাস্ট আগের ইমুকে আপডেট দিয়ে দিলেই হবে। আর যদি ডাউনলোড করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে আগের ইমু সফটওয়্যারটিকে ডিলিট বা আনইনস্টল করতে হবে। তারপর পুনরায় ইমু সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে।

উপরোক্ত কারণগুলো হলো ইমু ডাউনলোড না হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটি। আপনার মোবাইলে ইমু ডাউনলোড হচ্ছে না কেন, তা জানার জন্য প্রথমে আমাদেরকে উপরোক্ত বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে হবে। যদি উপরোক্ত তুলে ধরা বিষয়গুলো ঠিক থাকার পরও ইমু ডাউনলো না হয়, তাহলে দয়া করে নিম্নে কমেন্ট করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। যত দ্রুত সম্ভব আপনার সাথে যোগাযোগ করে সমস্যাটি সমাধান করার চেষ্টা করবো।

ইমু ডাউনলোড হচ্ছে না কেন?

ইমু ডাউনলোড না হওয়ার অনেক কারণ রয়েছে। এর মধ্যে কিছু হলো দূর্বল ইন্টারনেট সংযোগ, অপর্যাপ্ত মোবাইল ডাটা, অপর্যাপ্ত মোবাইল স্টোরেজ, গুগল প্লে স্টোর সাইন-ইন না থাকা, ডাউনলোড অপশন বন্ধ থাকা সহ অনেক কারণে ইমু ডাউনলোড হয় না।

ইমু সফটওয়্যার ডাউনলোড করবো কিভাবে?

ইমু সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে সাইন-ইন করতে হবে। এরপর সেখানে ‘Imo Software’ লিখে সার্চ দিতে হবে। তারপর সেখানে হতে আপনি খুব সহজেই ইনস্টল করতে পারবেন আপনার মোবাইলে।

ইমু সেটিং download

এটা মূলত ইমু হতে কোনো কিছু ডাউনলোড অটোমেটিক হয়ে যায় বা হচ্ছে না, এই সেটিংস। কিভাবে আপনি ইমু সেটিং download করার অপশানটি অন করবেন? জাস্ট এর জন্য আপনাকে ইমু সেটিংস এ চলে যেতে হবে। সেখানে থাকা ডাউনলোড অপশানে ক্লিক করে অটো ডাউনলোড অপশানটিকে অন বা অফ করে দিতে পারেন। আর এই অপশানটি অন-অফ করার মাধ্যমে আপনি ইমু সেটিং download টিকে ব্যবহার করতে পারেন।

ইমু ডাউনলোড হচ্ছে না কেন নিয়ে শেষ কথা

ইমু ডাউনলোড হচ্ছে না কেন নিয়ে শেষ কথা

বাংলাদেশ-ইন্ডিয়াতে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি অনলাইন সফটওয়্যার হিসেবে ইমু অ্যাপস ব্যবহৃত হয়। যাদের স্বামী বিদেশ থাকে কিংবা গ্রামের বাহিরে থাকে, সেক্ষেত্রে অধিকাংশ ভিডিও কল কিংবা অডিও কল করার ক্ষেত্রে ইমু অ্যাপস প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে। তবে বাংলাদেশ বা ইন্ডিয়া ছাড়াও অন্যান্য দেশেও এই অ্যাপস প্রচুর ব্যবহার হয়। যেটা বেশি ব্যবহার হবে, সেটাতে বেশি সমস্যাও দেখা দিবে, এটাই স্বাভাবিক। আর তারই প্রেক্ষিতে ইমু ডাউনলোড না হওয়া অন্যতম একটি সমস্যা। আমাদের  কাছে অনেকে বলে দেখেন তো, ইমু ডাউনলোড হচ্ছে না কেন? তখন আমরা উপরোক্ত বিষয়গুলো সংক্ষেপে একটু চেক দিয়ে নিই। তখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে, উপরোক্ত সমস্যাগুলো যেকোনো একটি সমস্যা উনার থাকে। ব্যাস, সেই সমস্যাটার সমাধান সিম্পলি করে দিলেই ইমু ডাউনলোড হয়ে যায়।

এখন আপনাদের যাদের সেইম সমস্যা, তারা উপরোক্ত উপায়টি প্রয়োগ করে দেখতে পারেন। আশা করি আপনাদের সমস্যাটির সমাধান খুব সহজেই হয়ে যাবে। এরপরও যদি ইমু সমস্যা সমাধান না হয়, তাহলে দয়া করে নিম্নে কমেন্ট করুন ‘ইমু ডাউনলোড হচ্ছে না কেন’ লিখে। যত দ্রুত সম্ভব আমরা আপনাকে সলিউশান দেওয়ার চেষ্টা করবো। এতোক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Comment