আব্দুল্লাহপুর আবাসিক হোটেল

আব্দুল্লাহপুর আবাসিক হোটেল

ঢাকার আব্দুল্লাহপুরে অনেক আবাসিক হোটেল রয়েছে কিন্তু কোন হোটেলটা আপনার স্যুট করবে, এটা বলা প্রথমে মুশকিল। তবে আপনি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়েন, তাহলে এটাতে দেওয়া পিন পয়েন্টগুলো আপনাকে সহায়তা করবে আব্দুল্লাহপুর আবাসিক হোটেল ভাড়া করার ক্ষেত্রে। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ কয়েকটি টিপস দ্বারা আপনি ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন। এছাড়াও আব্দুল্লাহপুরে থাকা কিছু সুনামধন্য আবসিক হোটলের নামও আপনাদের সাথে শেয়ার করবো। সেই সাথে শেয়ার করবো সেই সকল আবাসিক হোটলগুলোর অ্যাড্রেস সহ মোবাইল নাম্বার সমূহ।

আজকের আর্টিকেলটি দ্বারা আপনি কিভাবে উপকৃত হতে যাচ্ছেন, তা ইতিমধ্যে ইন্ট্রোর মধ্যে আপনারা সংক্ষিপ্ত ধারণা পেয়েছেন। যাইহোক, আলোচনা বিলম্ব না করে চলুন মূল অংশে প্রবেশ করা যাক।

আব্দুল্লাহপুর আবাসিক হোটেল সমূহ

আব্দুল্লাহপুর আবাসিক হোটেল সমূহ

আপনি যদি আব্দুল্লাহপুর যেয়ে লোকালি কাউকে জিজ্ঞেস করেন যে, “এখানে কি ভালো আবাসিক হোটেল রয়েছে?/এখানে কোথায় আবাসিক হোটেল রয়েছে?”। তাহলে লোকজন আপনাকে অনেকগুলো আবাসিক হোটেল সাজেস্ট করবেন। কিন্তু কথা হলো কোনটাতে উঠা আপনার জন্য বেস্ট হবে? অবশ্যই আপনি আগে থেকেই জানেন না। কিছু লোকজন আছে হোটল কর্তৃপক্ষের এজেন্ট, আর কিছু আছে না জেনেই উত্তর দেয়। কিন্তু এসব রেন্ডম উত্তর বা এজেন্টেদের সুন্দর কথায় পড়ে যদি আপনি ঐ সকল আবাসিক হোটেলগুলোতে উঠেন, তাহলে আপনি পরোক্ষণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবেন। সেটা কিভাবে? এই সম্পর্কে নিম্নে আমি বিস্তারিত আলোচনা করেছি। যাইহোক, এখন চলুন গুগল ম্যাপ এর তথ্য অনুযায়ী আব্দুল্লাহপুরে থাকা বেস্ট কিছু আবাসিক হোটেল সম্পর্কে জানি নাম সহ-

ফার্মগেট আবাসিক হোটেলঠিকানা/মোবাইল নাম্বার
Hotel prime Inn Uttara AbdullahpurAddress: Bus Stand, 9 Abdullah Pur – Ate Para Rd, Dhaka 1230
Mobile: 01631318888
Akbar’s HotelAddress: House-26,Road-7/D, Dhaka 1230
Mobile: 01894442921
UttaraabashikHotelAddress: হাউজ#৩৭,সোনারগাঁও জনপদ রোড, সেক্টর ০৭, Dhaka 1230
Mobile: 01911007714

উপরে যে সমস্ত আবাসিক হোটেলগুলো তুলে ধরেছি, সবগুলো হোটেল হলো তুলনামূলক অন্যগুলো থেকে কিছুটা হলেও সেইফ। তাই আপনারা যারা যারা আব্দুল্লাহপুরে আবাসিক হোটেল খুঁজছেন, তারা উপরোক্ত লিস্ট থেকে যেকোনো একটিতে উঠতে পারেন। তবে উঠার আগে অবশ্যই নিজ দায়িত্বে যাচাই-বাচাই করে নিবেন। অন্যথায় কোনো রকম ঝামেলায় পতিত হলে কর্তৃপক্ষ কোনো ভাবেই দায়ী থাকবে না।

আব্দুল্লাহপুর আবাসিক হোটেল ভাড়া করার ক্ষেত্রে করণীয়

আব্দুল্লাহপুর আবাসিক হোটেল ভাড়া করার ক্ষেত্রে করণীয়

আব্দুল্লাহপুর আবাসিক হোটেল ভাড়া করার ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে? আসলে এটি শুধু আব্দুল্লাহপুর নয়, বরং সমগ্র পৃথিবীতেই সেইম রুলস। কি সেই রুলস? ব্যাসিক্যালি, আমরা যখন কোনো একটি আবাসিক হোটেল ভাড়া করতে যাই, তখন আমাদেরকে বেশ কয়েকটি জিনিস মাথায় রেখে এনশিউর করতে হবেই। সেগুলো হলো-

প্রথমে আপনাকে ঐ আবাসিক হোটেল সম্পর্কে লোকালি  জানতে হবে। লোকালি বলতে এখানে সেই হোটেলের কাছের বা স্থানীয় অবস্থানের লোকদের কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবেন। এরপর ঐ হোটেলের ভাড়া সহ খাওয়া-দাওয়া সম্পর্কে এ-টু-জেট সম্পর্কে জেনে নিবেন। পাশাপাশি তাদের কোনো রকম হিডেন চার্জ আছে কি-না, এই বিষয়েও শিউর হয়ে নিবেন।

যদি সম্ভব হয়, লোকালি তাদের গত কয়েক মাসের রেকর্ড জেনে নিবেন। রেকর্ড বলতে এই হোটলের কোনো নেগেটিভ দিক আছে কি-না কিংবা কোনো গেস্ট এই হোটেলে অবদস্ত হয়েছে কি-না ইত্যাদি সম্পর্কে জানার চেষ্টা করবেন। এগুলোর উত্তর যদি পজেটিভ হয়, তাহলে কোনো রকম দ্বিধা ছাড়াই আপনি ঐ আবাসিক হোটেলে উঠতে পারেন।

আব্দুল্লাহপুর আবাসিক হোটেল নিয়ে শেষ কথা

দেখুন, আপনি যদি জাস্ট আব্দুল্লাহপুর গিয়ে সেখানে নিজ থেকে হোটেল খুঁজেন, তাহলে আপনি অনেক আবাসিক হোটেল পাবেন। তবে সেখানে থাকার জন্য নিরাপদ কি-না, সেটা হলো বড় বিষয়। উপর দিক দিয়ে দেখতে অনেক নামী-দামি, কিন্তু বাস্তবে আপনাকে নানা দিক দিয়ে হ্যারেজম্যান্ট করবে, ঐ টাইপের হোটেলে না উঠায় বেস্ট। তাই আপনাদেরকে প্রথম হতে আমি বার বার ওয়ারনিং দিচ্ছি। হোটেল ভাড়া করার ক্ষেত্রে বেশ বিচক্ষণ হতে হয়। অন্যথায় আপনি ভুল একটি হোটেলে উঠলে আপনার জীবন দূর্বীশহ হয়ে উঠবে। যাইহোক, আমি যে হোটেলগুলো সাজেস্ট করেছি, এগুলো মূলত গুগল ম্যাপ হতে গ্রীহিত। তাই আপনাকে অবশ্যই হোটেল ভাড়া করার পূর্বে নিজ থেকে সেই হোটেল সম্পর্কে জানতে হবে। অন্যথায় আমরা কোনো ভাবে দায়ী থাকবো না। আজ আর নয়, নতুন আরেকটি আর্টিকেলে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।

Leave a Comment